চট্রগ্রামে দিনের শেষ বলে মিরাজের উইকেট, ভারতের সংগ্রহ ২৭৮/৬। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সফরকারী ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে ৬৪ রানের জুটি গড়নে ঋষভ পন্ত।
ওয়ানডে মেজাজে ইনিংস লম্বা করতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ফিফটির কাছে গিয়ে মেহেদী হাসান মিরাজের উইকেটে পরিণত হলেন তিনি। মাঠ ছাড়ার আগে ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন পন্ত। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। তবে দিনের শেষ বেলায় দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ও মিরাজ। পূজারাকে সেঞ্চুরি বঞ্চিত করেন তাইজুল। দলীয় ২৬১ রানে পূজারাকে সরাসরি বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার।
২০৩ বলে ১১ চারে ৯০ রান করেন পূজারা। এরপর দিনের শেষ বলে মিরাজ এলবিডব্লুর ফাঁদে ফেলেন অক্ষর প্যাটেলকে (১৪)। ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আইয়ার।
আরও পড়ুনঃ বিএনপির মির্জা ফখরুল ও আব্বাসের জামিন শুনানি বৃহস্পতিবার
দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত। স্কোরবোর্ডে ৭ রান যোগ করতে আরো দুই উইকেট হারালো সফরকারীরা। ১৯তম ওভারের প্রথম বলেই কেএল রাহুলকে বোল্ড করেন খালেদ আহমেদ। ৫৪ বলে ৩ চারে ২২ রান নিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে তাইজুলের দ্বিতীয় শিকার বিরাট কোহলি। ৫ বল খেলে মাত্র ১ রান করেন কিং কোহলি।
২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৮ রান।
ব্যাটিংয়ে নেমে ধীর-সুস্থে ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার কেএল রাহুল ও শুভমন গিল। দুই ব্যাটারের ৪১ রানের জুটি ভেঙে শুভ সূচনা করলেন তাইজুল ইসলাম। ১৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলকে খেলতে গিয়ে ইয়াসির আলীর তালুবন্দি হন শুভমন গিল। ৪০ বলে ৩ চারে ২০ রান করেন তিনি। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪১ রান।
শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল।
আপনার মতামত লিখুন :