গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৭ হাজার ৭০৮। হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭০৮ জনে।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় আরো ১২৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে মোট ৬৭ হাজার ১৪৭ জন।
আরও পড়ুনঃ সিলেটের ঢাকাকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিয়ে দ্বিতীয় জয়
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে।
ইসরায়েলও একইদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে।
আপনার মতামত লিখুন :