এমএম কলেজ আসাদ হলে বহিরাগত মাদকসেবীদের হামলা। যশোর সরকারি এম এম কলেজের আসাদ হলে ছাত্রদের সাথে বহিরাগতদের মারামারি হয়েছে। রোববার সন্ধ্যার দিকে এই মারামারিতে মাস্টার্সের ছাত্র পিয়াল, অনার্স ৩য় বর্ষের রকি, ৪র্থ বর্ষের পল্লবসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের একজন যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কলেজ ক্যাম্পাসে মাদক সেবনে বাঁধা দেওয়ার জের ধরে এই ঘটনা সূত্রপাত বলে
দাবি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, রবিবার সন্ধ্যার পর বহিরাগত মাদকসেবীদের ৪০ থেকে ৪৫ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে আসাদ হলে ঢুকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। তখন ছাত্ররা প্রতিরোধ করে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। ছাত্রদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্র কমন রুম, শহিদ মিনার, রোভার অফিস ও ছাত্রী হোস্টেলের সামনে বহিরাগতরা এসে প্রায়ই মাদকসেবন ও আড্ডা দেয়।
আরও পড়ুনঃ এক নজরে মধুমতি সেতু
বাধা দেওয়াতে তারা ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে আকস্মিকভাবে হামলা করে মাদকসেবীরা। মারামারির খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এমএম কলেজের আসাদ হলে মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।
[…] […]