বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আসছে সাইবার অপরাধের দুনিয়ায় নতুন ঝুঁকির নাম ‘মেটাভার্স’: ইন্টারপোল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ
আসছে সাইবার অপরাধের দুনিয়ায় নতুন ঝুঁকির নাম ‘মেটাভার্স’: ইন্টারপোল

আসছে সাইবার অপরাধের দুনিয়ায় নতুন ঝুঁকির নাম ‘মেটাভার্স’, ইন্টারপোল। ‘মেটাভার্স’- নতুন ধরনের সাইবার অপরাধের জন্ম দিতে পারে এবং বিদ্যমান অপরাধকে বৃহত্তর পরিসরে সংঘটিত করার ক্ষমতা রাখে। দাবি করেছে বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোল। অনলাইন দুনিয়ায় ‘মেটাভার্স’ নতুন ঝুঁকি তৈরী করতে পারে বলে সতর্ক করেছে তারা।

ইন্টারপোলের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের নির্বাহী পরিচালক মদন ওবেরয় রয়টার্সকে বলেছেন, ইন্টারপোলের সদস্য দেশগুলো সম্ভাব্য মেটাভার্স অপরাধের জন্য কীভাবে প্রস্তুতি নেয়া যায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেছেন, কিছু অপরাধ এই মাধ্যমটিতে নতুন হতে পারে, কিছু বিদ্যমান অপরাধ এই মাধ্যম দ্বারা সক্ষম হবে এবং এটি সাইবার অপরাধের দুনিয়াকে এক নতুন স্তরে নিয়ে যাবে। ওবেরয়ের মতে, বাস্তবতা এবং ভার্চুয়াল বাস্তবতা জড়িত থাকলে ফিশিং এবং স্ক্যামগুলি ভিন্নভাবে কাজ করে। শিশুদের নিরাপত্তার বিষয়টিও এখানে উদ্বেগের। ভার্চুয়াল বাস্তবতাও ডিজিটাল জগতের অপরাধকে সহজতর করতে পারে। অর্থাৎ যদি সন্ত্রাসী গোষ্ঠী কোনও স্থান আক্রমণ করতে চায় তবে তারা আক্রমণ করার আগে পরিকল্পনা এবং তাদের অনুশীলন শুরু করতে সেই স্থানটি আগে থেকেই ব্যবহার করতে পারে বলে জানাচ্ছেন মদন ওবেরয়।

এই মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল একটি প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলি ভবিষ্যতে প্রচার, নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল জগৎ ব্যবহার করতে পারে। ব্যবহারকারীরা ‘চরমপন্থী নীতি’ দিয়ে আলাদা একটি ভার্চুয়াল বিশ্বও তৈরি করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউরোপোল বলেছে, যদি মেটাভার্স এনভায়রনমেন্ট ব্লকচেইনে ব্যবহারকারীদের কথোপকথন রেকর্ড করে, তাহলে দেখা যাবে এটি স্টকার বা চাঁদাবাজদের জন্য মূল্যবান তথ্য প্রদান করে। মেটাভার্স ২০২১ সালে প্রযুক্তির দুনিয়ায় বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। কোম্পানি এবং বিনিয়োগকারীরা বাজি ধরে যে ভার্চুয়াল বিশ্বে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং ইন্টারনেটের বিকাশের একটি নতুন স্তর চিহ্নিত করবে।

আরও পড়ুনঃ বিত্তশালীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, অতঃপর হাতিয়ে নেয় মোটা অংকের টাকা

এর মধ্যেই ফেসবুক ঘোষণা করে যে এই ধারণা পরিবর্তনের জন্য ২০২১ সালের অক্টোবরে ‘মেটাভার্স’ নাম পরিবর্তন করে তারা ‘মেটা’ রেখেছে। কিন্তু এখনও পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হওয়ার সামান্য লক্ষণ দেখা গেছে। বিনিয়োগকারীরা মেটাভার্স বাজিতে ব্যয় করার বিষয়ে সংশয় প্রকাশ করার কারণে বৃহস্পতিবার মেটার স্টক মূল্য হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, ভার্চুয়াল জমি এবং অন্যান্য ডিজিটাল সম্পত্তির প্রতিনিধিত্বকারী ব্লকচেইন-ভিত্তিক সম্পদের বিক্রিও গত বছরের প্রবল বৃদ্ধির পর তীব্রভাবে কমেছে।
উৎসঃ মানবজমিন

Spread the love
Link Copied !!