ফেবারিট হিসেবেই ফাইনালে খেলতে নেমেছিল ভারত। অন্যদিকে লঙ্কানদের লক্ষ্য ছিল শিরোপার আক্ষেপ ঘোচানো। তবে ভারতের মেয়েদের বিপক্ষে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে লঙ্কানদের ব্যাটিং অর্ডার।
ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। শিরোপা জিততে ভারতের লাগবে ৬৬ রান।
আরও পড়ুন: ইংল্যান্ডের বাটলার-হেলসের ব্যাটিং ঝড়ে হারলো অস্ট্রেলিয়া
চলতি নারী এশিয়া কাপের যোগ্য দুই দল হিসেবেই ফাইনালে ওঠেছিল ভারত ও শ্রীলঙ্কা। নারী এশিয়া কাপ মানেই ভারতের একক আধিপত্য। গেল সাত আসরের ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। শুধু একবার বাংলাদেশের কাছে শিরোপা হাতছাড়া হয়েছে। আরও একবার ট্রফি জয়ের সুযোগ হারমনপ্রীত কৌরের দলের সামনে।অন্যদিকে, প্রথম চার আসরে ফাইনালে উঠেও ট্রফির স্বাদ পায়নি শ্রীলঙ্কা। প্রতিবারই ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে।
আপনার মতামত লিখুন :