বিভিন্ন অপরাধ ও নানাবিধ অপকর্মে জড়িত থাকার অভিযোগে অবশেষে রাজশাহী মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক পত্রে গত ১৯ আগস্ট ছাত্রলীগ নেতা তরিকুলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকেও অবহিত করা হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তরিকুল ইসলাম নগরীতে বেপরোয়া চাঁদাবাজি ছিনতাই অপহরণসহ বিভিন্ন অপরাধের ৮টি মামলার আসামি। সম্প্রতি রাজশাহীর এক ব্যবসায়ীর মেয়েকে অপহরণ করার পর বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া তার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই চক্র গড়ে তোলা, নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করা, দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত তরিকুলের বিরুদ্ধে সম্প্রতি রাজশাহী মহানগর পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে।
অভিযোগগুলো ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকেও জানানো হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় ছাত্রলীগ থেকে তরিকুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
ভুক্তভোগী অভিযোগকারীদের অনেকেই জানিয়েছেন, রাজশাহী নগর ভবনে কর্মরত সাবেক এক ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় তরিকুলসহ বিভিন্ন অপকর্মে ও অপরাধে জড়িতরা নগরজুড়ে অপরাধ সংঘটিত করছে। ক্ষমতার আশীর্বাদ মাথার উপর থাকায় তাদের আইনের আওতায় আনতে পারে না পুলিশ। তবে অভিযোগ পেয়ে শেষাবধি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি তরিকুলকে বহিষ্কার করল।
আপনার মতামত লিখুন :