৩ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা আদিবাসী পরিষদের।প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে এসে সমতলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের সংগঠন জাতীয় আদিবাসী পরিষদে দেখা দিয়েছে বিভক্তি। কিছুদিন আগে আদিবাসী নেতা বাবুল রবিদাসের নেতৃত্বে জাতীয় আদিবাসী পরিষদের আরেকটি কমিটি গঠিত হলে উত্তরবঙ্গের নৃগোষ্ঠী সংগঠনটিতে দেখা দেয় অসন্তোষ।
রিষদের পরোনো কমিটি তাদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের নেতৃত্বে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
‘বঞ্চনা ও প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধের তিন দশক’ স্লোগানে এ সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের নেতারা সমতলে নৃগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী আন্দোলনে নিহত নেতাদের হত্যার সুষ্ঠু বিচার, বিভিন্ন নৃগোষ্ঠীকে অহেতুক মিথ্যা মামলা-হামলায় হয়রানি বন্ধ করা ও ‘আদিবাসী’ পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানাবেন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ গণআজাদী লীগ সভাপতি এসকে সিকদার, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বাবু, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সভাপতি রুঘুনাথ এক্কা।
সুভাষ চন্দ্র হেমব্রম বলেন, আদিবাসী পরিষদকে বিভক্ত করার অপচেষ্টার ষড়যন্ত্র চলছে। সম্প্রতি আদিবাসী সভাপতিকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করার সংবাদ আপনারা দেখেছেন। যারা এটা করেছেন তারা সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে এ সিদ্ধান্ত নিয়েছেন।
আর পড়ুন:বাবার সম্মতি নিয়েছি, নৌকার কাণ্ডারি হতে চাই: রাষ্ট্রপতির ছেলে
আপনার মতামত লিখুন :