কোমল দাস
থাকগা এবার লমুনা কাপ
আগামীবার লমু,
গোপন কতা আজ কমু না
ক’দিন পরেই কমু।
আমগো দেশ তো নেছে এ কাপ
পাঁচ পাঁচ বার আগে,
হ্যাগোরো তো আমগো মতন
নেওনের আশ জাগে।
তাছাড়া তো আমগো নেইমার
মেসির ভীষণ প্রিয়,
হাতে ধইরা কইছিল সে
“এবার আমগো দিও।
তোমগো তো ভাই পাঁচটা আছে
আমগো তো নাই ডাট,
এ কাপ খেইল্যাই ছাইড়া যামু
বিশ্বকাপের মাঠ।”
হ্যাগো কতা ভাইব্বাই মোরা
যাইতেআছি বাড়ি,
ক্রোয়েশিয়া কাকের লগে
নইলে কি আর হারি?
আরও পড়ুন :জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :