সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে ছাত্রীর শ্লীলতাহানি।পাঁচ বছর ধরে দেওয়া প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ফেনীর সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে এক কলেজছাত্রীর শ্লীলতাহানি ও তার দুই বান্ধবীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা ও কালীবাড়ির সামনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হাছান উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ছোট মাঝি বাড়ির হেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রী রবিউলকে প্রধান আসামি করে একই ইউনিয়নের তুষার (২২) ও মুরাদের (২১) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় হাইস্কুলে পড়ার সময় থেকে পাঁচ বছর ধরে রবিউল প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। কিন্তু সবসময় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হন রবিউল। বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নাস্তা করার জন্য ভুক্তভোগী এবং তার দুই বান্ধবী ডাকবাংলা এলাকায় এলে রবিউল ও তার সহযোগীরা ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মোবাইলে তার সঙ্গে কথা বলতে চাপ সৃষ্টি করে।
এ সময় রবিউল সবার সামনে আবার তাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতেও রাজি না হলে একপর্যায়ে রবিউল কোমর থেকে পিস্তল বের করে ভুক্তভোগী ও তার দুই বান্ধবীকে গুলি করার ভয় দেখায়।
এতে বান্ধবীদেরসহ ভুক্তভোগী দ্রুত বাড়ি যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠতে চাইলে সেখানেও তাদের হেনস্তা করে রবিউল ও সহযোগীরা। প্রাণ বাঁচাতে আতঙ্কে তারা বাড়ির উদ্দেশে চলতে থাকলে সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে তাদের পিছু নেয় রবিউল। তাদের অটোরিকশা কাজীরহাট কালীবাড়ির সামনে পৌঁছলে পথরোধ করে সিএনজি থেকে ভুক্তভোগী ছাত্রীকে তুলে নেওয়ার জন্য টানাহেঁচড়া করে এবং চড়থাপ্পড় ও লাথি মারতে থাকে রবিউল।
দুই বান্ধবী বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরে তারা চিৎকার করলে রবিউল ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। কলেজছাত্রীর মা যুগান্তরকে বলেন, আমার স্বামী প্রবাসে আছেন।
এ সুযোগ কাজে লাগিয়ে পাঁচ বছর ধরে বখাটে রবিউল আমার মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করছিল। ছেলেটিকে আমরা কয়েকবার সতর্ক করছি। সে আর জ্বালাতন করবে না বলেও প্রতিজ্ঞা করে। কিন্তু বারবার নিষেধ করার পরও সে তার মাদকাসক্ত বাহিনী নিয়ে আমার মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় দুবার রাস্তায় মারধর করেছে। ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আরও পড়ুনঃ সাদা পোশাক আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :