বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে ছাত্রীর শ্লীলতাহানি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ
সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে ছাত্রীর শ্লীলতাহানি

সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে ছাত্রীর শ্লীলতাহানি।পাঁচ বছর ধরে দেওয়া প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ফেনীর সোনাগাজীতে পিস্তল ঠেকিয়ে এক কলেজছাত্রীর শ্লীলতাহানি ও তার দুই বান্ধবীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা ও কালীবাড়ির সামনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হাছান উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ছোট মাঝি বাড়ির হেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রী রবিউলকে প্রধান আসামি করে একই ইউনিয়নের তুষার (২২) ও মুরাদের (২১) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় হাইস্কুলে পড়ার সময় থেকে পাঁচ বছর ধরে রবিউল প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। কিন্তু সবসময় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হন রবিউল। বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নাস্তা করার জন্য ভুক্তভোগী এবং তার দুই বান্ধবী ডাকবাংলা এলাকায় এলে রবিউল ও তার সহযোগীরা ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মোবাইলে তার সঙ্গে কথা বলতে চাপ সৃষ্টি করে।

এ সময় রবিউল সবার সামনে আবার তাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতেও রাজি না হলে একপর্যায়ে রবিউল কোমর থেকে পিস্তল বের করে ভুক্তভোগী ও তার দুই বান্ধবীকে গুলি করার ভয় দেখায়।

এতে বান্ধবীদেরসহ ভুক্তভোগী দ্রুত বাড়ি যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠতে চাইলে সেখানেও তাদের হেনস্তা করে রবিউল ও সহযোগীরা। প্রাণ বাঁচাতে আতঙ্কে তারা বাড়ির উদ্দেশে চলতে থাকলে সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে তাদের পিছু নেয় রবিউল। তাদের অটোরিকশা কাজীরহাট কালীবাড়ির সামনে পৌঁছলে পথরোধ করে সিএনজি থেকে ভুক্তভোগী ছাত্রীকে তুলে নেওয়ার জন্য টানাহেঁচড়া করে এবং চড়থাপ্পড় ও লাথি মারতে থাকে রবিউল।

দুই বান্ধবী বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরে তারা চিৎকার করলে রবিউল ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। কলেজছাত্রীর মা যুগান্তরকে বলেন, আমার স্বামী প্রবাসে আছেন।

এ সুযোগ কাজে লাগিয়ে পাঁচ বছর ধরে বখাটে রবিউল আমার মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করছিল। ছেলেটিকে আমরা কয়েকবার সতর্ক করছি। সে আর জ্বালাতন করবে না বলেও প্রতিজ্ঞা করে। কিন্তু বারবার নিষেধ করার পরও সে তার মাদকাসক্ত বাহিনী নিয়ে আমার মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় দুবার রাস্তায় মারধর করেছে। ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুনঃ সাদা পোশাক আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Spread the love
Link Copied !!