সোনাগাজীতে ছাত্র-জনতার উপর গুলি করে হত্যার বিচার দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি বর্ষণ করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে ফেনীর সোনাগাজী পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল তিনটায় পৌরসভার চত্ত্বরে পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাপরপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল হক, জেলা স্বেচ্ছোসেবক দলের যুগ্মসাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন মিস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, জেলা কৃষক দলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর্জা তানিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. মাঈন উদ্দিন, আবু ইউছুপ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহাজাহান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর হাদী মিস্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলা উদ্দিন ও পৌর ছাত্রলের সদস্য সচিব মো. শাহীন প্রমূখ।
আরও পড়ুন : নিজাম হাজারীসহ সাড়ে চারশ জনের নামে হত্যা মামলা দায়ের
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সোনাগাজী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাগাজী পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :