বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল ভিয়ারিয়াল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ
লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল ভিয়ারিয়াল

লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রিদকে শনিবার রুখে দিয়েছে শিরোপা দৌঁড়ে লড়াই করে যাওয়া ভিয়ারিয়াল। লা লিগায় গতকাল নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে ২-১ গোলে পরাজিত করেছে টেবিলের পঞ্চম স্থানে ভিয়ারিয়াল। রিয়ালের এই পরাজয়ে স্বস্তি ফিরে পেয়েছে বার্সেলোনা। তিন পয়েন্ট হারানোতে শীর্ষে থাকা বার্সেলোনার উপরে উঠতে পারলো না গ্যালাকটিকোর। সমান ৩৮ পয়েন্ট করে সংগ্রহ করে রিয়ালকে গোল ব্যবধানে পিছনে ফেলেছে কাতালান জায়ান্ট বার্সা ।

ইয়েরেমি পিনো ও জেরার্ড মোরেনোর দুই অর্ধের দুই গোলে ভিয়ারিয়ালের জয় নিশ্চিত হয়। মাদ্রিদের হয়ে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেছেন করিম বেনজেমা। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা ষষ্ঠ জয় নিশ্চিত করলো ভিয়ারিয়াল।
গত সপ্তাহেই বার্সেলোনাকে ধরতে পারতো কার্লো আনচেলত্তির দল। কিন্তু ২০২৩ সালের শুরুটা ভায় হয়নি মাদ্রিদের। স্প্যানিশ কাপে চতুর্থ টায়ারের দল কাসেরেনোর কাছে পরাজিত হবার পর কালকের এই পরাজয় দলের জন্য একটি সতর্ক বার্তাও বটে। নতুন সংষ্কারকৃত এস্তাদিও ডি লা সেরামিকাতে এই পরাজয় ছিল মাদ্রিদের এবারের লিগে দ্বিতীয় পরাজয়।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচটি দারুন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল, দুই দলই সমান তালে লড়াই করেছে। তারপরও ভিয়ারিয়াল আমাদের থেকে কিছুটা ভাল খেলেছে। মূল কথা হচ্ছে আমরা নিজেদের ভালভাবে প্রতিরোধ করতে পারিনি। তারা বেশ গতিময় ফুটবল খেলেছে, যার সাথে আমরা মানিয়ে নিতে পারিনি। আমাদের মধ্যমাঠ এতটাই উন্মুক্ত ছিল যে তারা বারবারই বল নিয়ে এগিয়ে যাবার সুযোগ পেয়েছে।’

আরও পড়ুনঃ ব্রাজিলের সাথে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ক্লাব ইতিহাসে এই প্রথমবারের মত আনচেলত্তি কোন স্প্যানিশ খেলোয়াড় ছাড়াই মূল একাদশ সাজিয়েছিলেন। সম্প্রতি ভিয়ারিয়ালের মাঠে বেশ কিছু ম্যাচেই লস ব্ল্যাঙ্কোসরা হতাশ করেছে। ১১ বারের সফরে মাত্র দুটি জয় এসেছে, সর্বশেষ জয় ছিল ২০১৭ সালে। যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল ও আলভারো মোরাতা স্কোরশিটে নাম লিখিয়েছিলেন।
সাবেক বার্সেলোনা কোচ সেতিয়েনের অধীনে ভিয়ারিয়াল দারুনভাবে নিজেদের আত্মবিশ^াস ফিরে পেয়েছে। প্রথমার্ধে মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি ভিয়ারিয়াল। আলবার্তো মোরোনর ক্রস থেকে ফ্রান্সিস কোয়েলিনের শট পোস্টে লেগে ফেরত আসে। এ্যালেক্স বায়েনার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মাদ্রিদের রক্ষনভাগে এসময় একেবারেই ছন্দ হারিয়ে ফেলে। বিশ^কাপ বিরতির পর মাদ্রিদ এখনো নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পায়নি। তার প্রভাব কালকের ম্যাচেও ছিল। প্রথমার্ধের শেষ ভাগে ভিনিসিয়াস জুনিয়রের শট দারুন দক্ষতায় রুখে দেন অভিজ্ঞ গোলরক্ষক পেপে রেইনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ভিয়ারিয়াল সমান গতিতে এগিয়ে যেতে থাকে। মোরোনোর পাস থেকে ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন পিনো। সাথে সাথে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন বেনজেমা। ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা বিশ্বকাপ জয়ী হুয়ান ফয়েথের হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টিতে ৬০ মিনিটে সমতা ফেরান। তিন মিনিট পর ডেভিড আলাবার হ্যান্ডবলে পেনাল্টি লাভ করে ভিয়ারিয়াল। থিবো কোর্তেয়াকে উল্টেদিকে পাঠিয়ে মোরেনো দলের জয় নিশ্চিত করেন। আনচেলত্তি বলেছেন, ‘আইনানুযায়ী দুটি পেনাল্টির সিদ্ধান্তই সঠিক ছিল। কিন্তু আমার মনে হয়না সমর্থকরা এতে খুব একটা সন্তুষ্ট হয়েছে।’

ভিয়ারিয়াল কোচ সেতিয়েন বলেছেন, ‘এটা একটি সমস্যা। যে হ্যান্ডবল দুটো দেয়া হয়েছে তা দেখে নিখুঁতভাবে বোঝার উপায় নেই এগুলো নিশ্চিত পেনাল্টি ছিল।’ স্প্যানিশ সুপার কাপে অংশ নিতে সৌদি আরব সফরে যাচ্ছে মাদ্রিদ। সেখানে বৃহস্পতিবার তারা ভ্যালেন্সিয়ার মোকাবেলা করবে।

Spread the love
Link Copied !!