মালয়েশিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ নিহত ৩ হয়েছে। অপর দুইজন ভিয়েতনামের নাগরিক। দেশটির পাহাং রাজ্যের কুয়ান্তান জেলার জালান পেকান কুয়ান্তান এলাকায় সোমবার ১১ মার্চ মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় মঙ্গলবার ১২ মার্চ পাহাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সে আইপিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার ১১ মার্চ রাতে ঘটনার শুরুতে সেলাঙ্গর ও পাহাং জিপিএ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পুলিশের একটি দল পেকানের পাহাং রাজ্য উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কার শনাক্ত করে।
তল্লাশির উদ্দেশে প্রাইভেট কারটি থামতে বলা হলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। এ সময় গাড়ি থেকে একজন পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
আরও পড়ুন: আপনাদের ইফতারের পর অস্বস্তি লাগছে? এক পাতাতেই সমাধান
এরপর পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ভেতরে থাকা তিনজন নিহত হয়। এরপর গাড়িতে তল্লাশির পর পুলিশ সাতটি গুলি এবং তিনটি শেলসহ একটি গ্লক ১৭ পিস্তল উদ্ধার করে।
রাত সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে তাদের তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিতহদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তাদের সবার বয়স ৩৬ থেকে ৪৪ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।
নিহতরা পেকান কুয়ান্তান এলাকায় অপরাধমূলক কাজের পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই তিনজন ‘গ্যাং সেন্ট্রো’ নামে ডাকাত দল গঠন করে। দলটি গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক ও পাহাং এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত ছিল।
পুলিশ কর্মকর্তা ইয়াহায়া বলেন, দুই ভিয়েতনামি নাগরিকের পাসপোর্ট ছিল এবং তারা দর্শনার্থী হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। তবে সন্দেহভাজন বাংলাদেশির বিষয়ে জানতে আরও তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :