মানসিক অবসাদে ভুগেছেন ভারতের পপকর্ণ রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রাশমিকা। অভিনয়, গ্ল্যামারের মাধ্যমে পরিণত হয়েছেন ভারতবর্ষের ক্রাশ হিসেবে। তার সৌন্দর্যে লুটোপুটি খায় না, এমন মানুষের সংখ্যা খুব একটা বেশি নেই। আর এর বাস্তব প্রমাণ মেলে নেট-দুনিয়ায়।
তবে আজ যিনি ভারতবর্ষের ক্রাশ তিনি ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জিতে নিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। রাশমিকা অসংখ্য ভালোবাসা পেয়েছেন অনুরাগীদের কাছ থেকে। সামাজিক মাধ্যমে তার পক্ষের সংখ্যাও কম নয় কিন্তু।
আরও পড়ুনঃ গণমাধ্যমকর্মী বিল পরীক্ষার সময় চেয়ে নিল স্থায়ী কমিটি
এত ভালোবাসার মাঝেও তাকে শুনতে হয়েছে কটাক্ষ। একসময় যা শুনতে শুনতে তিনি একপ্রকার ক্লান্ত হয়ে গিয়েছিলেন। মানসিক অবসাদেও ভুগছিলেন অভিনেত্রী। এক নেটিজেন রাশমিকার ছবিতে ‘দাগার’ বলেও কটাক্ষ করেছেন। ‘দাগার’ কথার অর্থটি হলো যৌনকর্মী। এ বিষয়ে তিনি একটি সাক্ষাৎকারে জানান, মানুষ যখন তার গায়ের রঙ, শরীর এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তখন তার যেন মনে হয় তিনি নগ্ন অবস্থায় লোকের সামনে দাঁড়িয়ে আছেন।
আপনার মতামত লিখুন :