মণিরামপুরে টিকার আওতায় এবার কুকুর। জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে মণিরামপুর পৌরসভাসহ ১৭ ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজার কুকুর টিকার আওতায় আসছে। এ কার্যক্রম সফল করতে ৪২টি টিম কাজ করবে। আগামী ১৯ জানুয়ারি হতে ২৩ জানুয়ারি ৫দিন ব্যাপী এই টিকাদান কর্মসূচী চলবে।এ কার্যক্রমের মূল লক্ষ্য হত্যা না করে কুকুরের দেহে টিকা দিয়ে জলাতঙ্ক রোগবাহী জীবানু নির্মূল করা।
স্বাস্থ্য অধিদপ্তরের (রোগতত্ত¡) প্রোগ্রাম সুপার ভাইজার শরিফুল ইসলাম জানান, প্রতি একশত’২০ জন মানুষকে একটি কুকুর পাহারা দেয়। এ হিসেবে প্রায় সাড়ে চার লাখ জন অধ্যুষিত এ উপজেলায় প্রায় সাড়ে চার হাজার কুকুর আছে। এরমধ্যে শতকরা ৭৫ ভাগ কুকুর এ টিকাদান কর্মসূচীর আওতায় আনা হবে।
এ লক্ষ্যে উপজেলার ৮টি পৌরসভায় সহ ১৭ ইউনিয়নের প্রতিটিতে ২টি করে টিম কাজ করবে। প্রতি টিমে সংশ্লিষ্ট অধিদপ্তরের ২ জন এক্সপার্টসহ ৫ জন কাজ করবে। ভোর হতে দুপুর ১টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এ টিম কাজ করবে।
আরও পড়ুন: যশোরে কৃষি সফলতায় বাঁধা কপি রপ্তানী: চুক্তিবদ্ধ সুফলভোগী শতাধিক কৃষক
এই সম্পর্কে সোমবার উপজেলা পরিষদের হলরুমে একটি অবহিতকরণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় কুমার বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন,
ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমূখ।
[…] মণিরামপুরে টিকার আওতায় এবার কুকুর […]