বৈরাগী মন | সাঈদ তপু
বৈরাগী মন
সাঈদ তপু
বেশ ভালোই কাটছে তোমার যৌনজীবন
হাওয়ায় হাওয়ায় ভাসছে আমার বৈরাগী মন
একলা পথিক পারিনি আর থিতু হতে
শুনছি, তুমি আছো নাকি টরন্টোতে।
অতীত ভুলে সেথায় তুমি ব্যস্ত ভীষণ
সামনে তোমার একের পর এক সফল মিশন
উপত্যকায় মেলছো ডানা উপভোগের
তোমার জীবনক্ষেত্র এখন শুধুই যোগের।
যোগ-বিয়োগের হিসেব আমি করি না আর
কোনোভাবে করলেই হয় জীবনটা পার
যখন আমি যা চেয়েছি পেলাম না তা!
জীবন নিয়ে নেই তেমন আর মাথা ব্যথা।
সব গাছে তো ফল ধরে না,মানতে হবে
নিজের ব্যথা নিজের কাঁধেই টানতে হবে
থাকবো না হয় নিঃসঙ্গের সঙ্গী হয়ে
নিজের সাথে নিজের কথা যাবো কয়ে।
আরও পড়ুন: যশোরে খাসী মুরগী সমানে সমান
Link Copied !!
[…] বৈরাগী মন | সাঈদ তপু […]