মালিকুজ্জামান কাকা
আকাশে সাদা বক খোজে মাছ
তারপর টুক করে বসে সে ওটা গাছ
তাকে ধরতে শিকারীর মুখে চিন্তার ভাজ
এসব শিকার শিকার খেলা চলছে বেজায় আজ
জমিতে পানি দিয়ে চাষ করে পল্লীর মহতী কৃষক
চাষী মাঠ জুড়ে ফসল ফলনে বড় কারিগর বিবেচক
চৈত্র মাস তোমার তিলকে গরম লিখেছে ঐ বিধাতা
অন্যের ভাগ্য গড়ার ভান করে আঞ্চলিক রাজনৈতিক নেতা
আর কখনো এমন হবে না তবে খেতে চায় পিঠা পাটি সাপ্টা
কৃষকের মাঠে নেই ফাঁকি মানবতা সেথা বুকে সদা রাখি হায়
বনে অমানবিক যা তা প্রকৃতির গতি বাঘ তাড়িয়ে হরিন খায়
কুমীরের তাড়া খেয়ে কত প্রাণী এদিক ওদিক জোর পালায়।
আরও পড়ুন: যশোরে দর্জি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার
[…] বাংলার প্রকৃতি | মালিকুজ্জামান কাকা […]