কোথায় কি যেন রেখে এসেছি
খুজে ফিরে মন
অনুভব করি নাড়ির সাথে নাড়ির বন্ধন
কি যেন অদৃশ্য মায়া
ঘিরে রাখে আমারে সে
দূরে গেলে আবার কাছে টানে
স্মৃতির পাতায় অম্লান হয় স্বপ্ন হয়ে ভাসে।
বুঝিনি তার ভালবাসা
বুঝিনি তার নাড়ির টান
তাইত কাছে পেয়েও রাখতে পারিনি
ভালবাসি বলে বাধতে পারিনি
জীবনের পাতায় পাতায় জড়িয়ে যে নাম।
নয়নের জলে নৌকা ভাসালাম
বইয়ে দিলাম নদী
নদী ও নারীর মত একি সুতায় বাধি
থাকিস যদি মন টা জুড়ে
দূরে থেকেও স্বরণে রাখিস মোরে।
অমর হোক এ বন্ধন
শেষ হোক বিচ্ছেদের ব্যাথা
ধরনীতে আসুক বসন্ত
মনের প্রশান্তিতে নাচুক চিত্ত জেগে উঠুক প্রাণ।
আরও পড়ুন : কালীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
[…] বন্ধন | জাহিদ হাসান […]