পিঁয়াজ চাষে এই বছর কৃষকের বাম্পার ফলন।কুষ্টিয়া দৌলতপুর ( প্রাগপুর ইউনিয়ন , রামকৃষ্ণ ইউনিয়ন, চিলমারি ইউনিয়ন)এলাকার মহিষকুন্ডী চর, চিলমারি চর,বাংলাবাজার চর,সোনাতলা চর,জামালপুর চরে এবার বাম্পার পিঁয়াজ চাষে ফলন হয়েছে।
পদ্মা নদীর পানি শুকিয়ে যাবার পর এই সব মাঠে পলিবালি মাটিতে এলাকার মানুষ প্রতি বছর ন্যায় এবারো পিঁয়াজ চাষ করে।বিগত ২-৩বছরের তুলনায় এই বছর পিঁয়াজ চাষে বাম্পার ফলন হয়েছে। ১বিঘা প্রতি আনুমানিক (৭৫-৮০)মন পিঁয়াজ হয়েছে। পিঁয়াজ বর্তমান বাজার এখন ১০৫০ টাকা মন। যেই হিসাবে বিঘা প্রতি পিঁয়াজ বাজার মূল্য দারায় (৭৮-৮৪)হাজার টাকা।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু হৃদরোগে, কর্মীদের সংঘাতে নয় : তথ্যমন্ত্রী
মোঃআজমত আলী এক কৃষকের সাথে কথা বললে তিনি বলেন বিঘা প্রতি খরচ হয়েছে ৩০-৩৫ হাজার টাকা আনুমানিক। আজমত আলী এলাকার মধ্যে ১০ বিঘা পিঁয়াজ চাষ করে এই বছর বাম্পার পিঁয়াজ চাষে লাভবান হবার কথা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :