ঘনকালো ঝাঁকড়া চুল তার,
পরিহিত নীলরঙা শার্টে।
অমনোযোগী দৃষ্টি কেড়ে নিল হঠাৎ,
প্রেমতীর বিধল আমারই হার্টে।
এক বোতাম খোলা তার,
কব্জিদ্বয়ে ভাঁজ করা হাতায়।
এক ঝটকায় দেখে তাকে আমার,
নিঃশব্দে বাজ পরলো মাথায়!।
সরু কালো ভ্রু যুগল তার,
মেঘঘন কৃষ্ণপাপড়ির আঁখি।
ইচ্ছে এই মন ভাবছে তাকে,
যেনো বেঁধে আজীবন রাখি।
তাকে দেখেই যাচ্ছি, যাচ্ছে সময়…
গাত্রবর্ণ তার উজ্জ্বল শ্যামে,
পরিচ্ছন্ন সুশ্রী ঘনদাড়ি মুখাবয়বের
পড়লাম আমি এ কোন ধ্যানে!!
এক মুহূর্তে হলাম আমি জ্ঞানশূন্য,
অচেনা তাকে পেলে আমি হতাম ধন্য।
প্রকাশ হবে না,সে জানবে না হয়তো,
অপ্রকাশিত সবকিছু যে অতি নগণ্য।
আরও পড়ুন : বিএনপি তাদের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করা ঠেকাতে পারবে না : তথ্যমন্ত্রী
বেশ ছন্দময়।