নোয়াখালীতে দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস ।প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারের জন্য পাতানো অবস্থায় দেড় লাখ মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে থেকে রাত পর্যন্ত চরএলাাহি-মুছাপুর ইউনিয়ন ও উড়িরচর এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া।
আরও পড়ুন: মেঘনায় পুলিশের ওপর হামলা: ৩১২ জেলেকে আসামি করে মামলা করা হয়
অভিযানে অংশগ্রহণ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কোস্টগার্ড ও কোম্পানীগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশে কয়েকজন জেলে জাল ফেলেছে এমন সংবাদের ভিত্তিতে চরএলাহি-মুছাপুর ও উড়িরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মেঘনা নদী থেকে দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়। রাতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যান।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষে সরকার ঘোষণা অনুযায়ী গত ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।
আপনার মতামত লিখুন :