নীল পদ্ম কে ভালবেসে
নীলের প্রেমে পড়া
নীল দড়িয়া পার হব বলে
ঘরবাড়ি ছাড়া।
কে তুমি হাজির হলে
নীল শাড়ি পড়া
গড়নে নারী পরনে নীল শাড়ি
মায়া ভরা মুখ
নীল ফিতায় বিনি করা
হাজার বছরের লুকায়িত সুখ।
নীল নীল চোখে নীল স্বপ্ন ভাসে
আমারে ডুবালে তুমি
নীল দড়িয়ার মাঝে
সেই থেকে নীল দুঃখ পান করতে করতে
হয়েছি নীল কন্ঠি পাখি।
আমার সাদা আকাশ টাও আজ
নিলাখের নীলে ঢাকা
বেদনার রঙ্গ বেরঙের বির্বণ জীবন
তবুও নীল কেই ভালবেসে
নীল মেঘে বিচরন।
আরও একটু নীল হবার আশায়
আমি নির্দ্বিধায় হিমলোক পান করেছি
সক্রেটিস এসে দেখ যাও
আমার সমস্ত শরীর আজ নীল।
আরও পড়ুন: শিশুদের খিঁচুনি বা মৃগী রোগ কেন হয়, কী করবেন?
আপনার মতামত লিখুন :