বিদেশ থেকে ভিক্ষা পাওয়া বন্ধ হোক, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য দেশের কাছে হাত পেতে চলাই ছিল অতীতের সরকারগুলোর নীতি।
বুধবার (১২ অক্টোবর) সকালে গণবভন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। পচনশীল কৃষিপণ্য রক্ষায় অঞ্চলভিত্তিক আন্তর্জাতিক মানের সংরক্ষণাগার গড়ে তুলতে হবে; এ জন্য সরকার আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
এ সময় তিনি আরও বলেন, উৎপাদন ঠিক রাখতে পারলে, বিশ্বে খাদ্য সংকট তৈরি হলেও বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশকে সহায়তা করতে পারবে।
[…] দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়… […]