দুই দিন ধরে সারা দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা , বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সূর্যের দেখা নেই
মঙ্গলবার সকাল নয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকায় দেখা হয় ভ্যানচালক শমসের আলীর (৫৫) সঙ্গে। শীতে জবুথবু হয়ে তিনি কথাগুলো বলছিলেন। কয়েক দিন ধরে পঞ্চগড়ে শীত জেঁকে বসায় বিপাকে পড়েছেন শমসের আলীর মতো খেটে খাওয়া মানুষ। রাতের ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে হাঁড়কাপানো শীত। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। এর রেশ থাকছে সকাল ১০টা পর্যন্ত।
রাজশাহীতে ভোররাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘ কেটে গেলে শীত বাড়বে।
রাজশাহীতে ভোররাতে দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল দশমিক ৮ মিলিমিটার। গতকাল সোমবার দিবাগত রাত চারটা ও সাড়ে চারটার দিকে দুই দফা বৃষ্টি হয়। বৃষ্টি হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে মেঘ কেটে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সবশেষ ভোররাতে বৃষ্টি হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে শীত মৌসুমের প্রথম বৃষ্টি। এর আগে রাজশাহীতে চলতি বছরের ২৫ অক্টোবর সর্বশেষ ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
সিলেটে সকাল থেকে সূর্যের দেখা নেই।
সিলেটে আজ মঙ্গলবার ভোর থেকে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। বেলা বাড়লে মেঘ ও কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে সিলেট জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পরিমাণ পরিমাপ করা যায়নি। এর আগে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়।
আরও পড়ুন: ওমিক্রনের ধরন বিএফ-৭ বেনাপোল চেকপোস্টে সন্দেহজনক যাত্রীদের র্যাপিড এন্টিজেন টেস্ট
আজ সকালে সিলেট নগরের সড়কগুলো কিছুটা ফাঁকা দেখা গেছে। যারা ঘর থেকে বের হয়েছেন, সবার শরীরেই আছে শীতের কাপড়।
[…] দুই দিন ধরে সারা দেশের বিভিন্ন স্থানে… […]