বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ডিএসবির এসআই এর ক্ষমতাবলে জমি দখলের চেষ্টা, নদীর জায়গায় পাঁকাঘাট নির্মাণ


শৈলকুপা প্রতিনিধিঃ
প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ
ডিএসবির এসআই এর ক্ষমতাবলে জমি দখলের চেষ্টা, নদীর জায়গায় পাঁকাঘাট নির্মাণ

­ডিএসবির এসআই এর ক্ষমতাবলে জমি দখলের চেষ্টা, নদীর জায়গায় পাঁকাঘাট নির্মাণ। তিনি ডিএসবির উপ-পরিদর্শক(এসআই) সিদ্ধার্থ সাহা। কর্মরত আছেন যশোর জেলায়। সরকারী চাকরির ক্ষমতা খাটিয়ে করছেন অন্যের জমি দখলের চেষ্টা। নদীর জায়গা দখল করে করেছেন পাঁকা ঘাটও।

বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরী গ্রামে। বাবা স্বর্গীয় ভুপেন্দ্রনাথ সাহার মেজ ছেলে তিনি। সম্প্রতি এক সাংবাদিকের অভিযোগে উঠে এসেছে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছেন এই এসআই ও তার বড় ভাই বুদ্ধদেব সাহা(নেপাল) ও ছোট ভাই ব্রত সাহা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরী ইউনিয়নের ফুলহরী গ্রামের একটি জমি যার খতিয়ার নম্বর ৭২২, মৌজার নম্বর ১৩৫, ৭৬ নম্বর দাগের জমি শৈলকুপার কবিরপুর এলাকার স্বর্গীয় গৌতম কুমার সাহার ছেলে শুভ সাহা ও গৌতম সাহার স্ত্রী শিখা রাণীর কাছ থেকে ওয়ারেশ সূত্রে ন্যয্যমূল্যে কবলা দলিল রেজিষ্ট্রি করে ক্রয় করেন শৈলকুপা পৌরসভার মধ্যপাড়া গ্রামের সাংবাদিক চঞ্চল মাহমুদ।

যার নামজারী সহ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। হঠাৎ ই ১ মাস ধরে পাশের জমির মালিক ডিএসবির এসআই সিদ্ধার সাহার হুকুমে তার বড় ভাই বুদ্ধদেব সাহা(নেপাল)ও ছোট ভাই ব্রত সাহা ওই জমির উপর চঞ্চল মাহমুদ গেলে বিভিন্নভাবে বাধা প্রদান ও জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার হত্যা,মিথ্যা মামলায় ফাঁসানো সহ নানারকম হুমকিও দিচ্ছেন। এই ঘটনার পর সাংবাদিক চঞ্চল মাহমুদ শৈলকুপা থানায় দু’টি সাধারণ ডায়েরি করেছেন।

সাংবাদিক চঞ্চল মাহমুদ জানান, ওয়ারেশ সূত্রে ন্যয্যমূল্যে কবলা দলিল রেজিষ্ট্রি করে শুভ সাহা ও গৌতম সাহার স্ত্রী শিখা রাণীর কাছ থেকে জমি ক্রয় করি।যার সমস্ত কাগজপত্র আছে আমার কাছে। এরপর থেকে জমির উপর গেলে ডিএসবির এসআই সিদ্ধার্থ সাহার হুকুমে বুদ্ধদেব সাহা (নেপাল) ছোট ভাই ব্রত সাহা সহ এলাকার বেশ কিছু মাস্তান বাহিনী অবৈধ ভাবে আমার জমির উপরে এসে বলেন অকথ্য ভাষায় গালিগালাজ ,হত্যার হুমকি ও মিথ্যা মামলায় ভাসানোর ভয় দেখায়। এমন ঘটনার পর শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

আরও পড়ুনঃ নয়্যারই বায়ার্নের ইনজুরি সত্ত্বেও নাম্বার ওয়ান গোলরক্ষক

ফুলহরি বেড়বাড়ী গ্রামের বাসিন্দা সম্রাট হোসেন জানান, বুদ্ধদেব সাহা (নেপাল) একজন দুষ্টু প্রকৃতির মানুষ । তিনি এলাকার বিভিন্ন মানুষের জাল,ভূয়া বায়নামা করে জমি জবর দখল করে এলাকায় হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে আসছেন।

নদীর জায়গা দখল করে পাকা ঘাট নির্মাণের বিষয়ে জানতে চাইলে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বনি আমিন বলেন, ফুলহরি গ্রামে নদীর জায়গা দখল করে ব্যক্তি স্বার্থে পাঁকাঘাট নির্মাণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে শৈলকুপা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাংবাদিক চঞ্চল মাহমুদ বাদী হয়ে দু’টি সাধারণ ডায়রি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
Link Copied !!