আয়িশা ওয়াহিদ
মানুষ কখনো ভালো থাকেনা।
চড়াই উতরাই নাকি জীবনেরই অংশ,
হাজারও জীবনস্বপ্ন সূচনাতেই ধ্বংস।
এই একটা জীবনে বহুকিছু হারায়,
আবার না চাইতেই বহুকিছু পায়।
মানুষ কখনো ভালো থাকেনা।
পুরো জীবনে কতকিছু বদলায়,
জীবন সায়াহ্নে কেউ কেউ মৃতপ্রায়।
দেখেছি কত স্বপ্নজীবন বুনতে,
যাপিত জীবনে দুঃখ চায় না মানতে।
মানুষ কখনো ভালো থাকেনা।
কেঁদে পার করেছি কষ্টের দিনকতো,
পার হয়েছে বেহিসেবি দিনরাত্রি যতো।
পারবো না হিসাব করে গুনতে,
আসেনি কেউ মায়ামনে দুঃখ শুনতে।
আরও পড়ুন : যৌতুকের জন্য স্বামীর নির্যতনে কিশোরী আত্মহত্যা
আপনার মতামত লিখুন :