চৌগাছা প্রেসক্লাব সভাপতি আবু জাফর-সম্পাদক রিন্টু। যশোরের চৌগাছা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের চৌগাছা সংবাদদাতা ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজ ও ডেইলি অবজারভারের চৌগাছা প্রতিনিধি জিয়াউর রহমান রিন্টু।
এছাড়া ক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের চৌগাছা সংবাদদাতা অবসরপ্রাপ্ত সহ-অধ্যাপক আবুল কাশেমকে। শনিবার (৭ জানুয়ারী) উপজেলার হাকিমপুর ইউনিয়নের কালু মিয়ার বাগানবাড়িতে ক্লাবের বার্ষিক বনভোজন শেষে সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভায় ক্লাব সদস্যদের সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়।
আরও পড়ুনঃ যশোরের ১৬০ নারী উদ্যোক্তা স্বাবলম্বী হওয়ার পথে
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের অর্থনীতির রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি দৈনিক যশোরের ড. আব্দুস শুকুর, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক স্পন্দনের বাবুল আক্তার ও দৈনিক জনতার ইশতেহারের এইচএম ফিরোজ। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক যায়যায়দিনের আসাদুজ্জামান মুক্ত, দফতর সম্পাদক রোকনুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক দৈনিক নয়াদিগন্তের এমএ রহিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার শ্যামল দত্ত।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন কাজী আশাদুল ইসলাম, আলমগীর কামাল, প্রভাষক আজিজুর রহমান, শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল আলিম, রায়হান হোসেন ও আজিজুর রহমান।
আপনার মতামত লিখুন :