ঘন কুয়াশায় সারাদেশে দশ জন নিহত আহত অর্ধশতাধিক।
ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলে পৃথক ১৮টি দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার রাত হতে সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারেই ১৬টি দুর্ঘটনা এবং সদর উপজেলার মাদারজানি ও ভূঞাপুরের জগৎপুরা এলাকায় আরও দুটি দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকাল ৯ টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাসের হেলপার। লাশ থানায় নেওয়া হয়েছে। তার নাম পাওয়া যায়নি।
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২৬)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রফিকুল আজ সকালে মোটরসাইকেল চালিয়ে সিরাজগঞ্জ পৌর শহর থেকে নলকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শিয়ালকোল বাজারে পৌঁছালে পেছন থেকে একটি বাস একে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যশোরের মনিরামপুর উপজেলায় সেতুতে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলা এলাকায় মনিরামপুর-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে নাহিদ হোসেন ও শিহাব হোসেন উপজেলার রাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে করে মনিরামপুর-রাজগঞ্জ সড়ক দিয়ে মনিরামপুরে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। সড়কের পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তাঁদের দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ও চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর-মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আবদুস ছালাম মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে অটোরিকশার চালক নুরুল ইসলাম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত হন।
আপনার মতামত লিখুন :