বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

গ্যালারিতে সংঘর্ষের ঘটনায় যা বলছেন মেসি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ
গ্যালারিতে সংঘর্ষের ঘটনায় যা বলছেন মেসি

দুই বছর আগে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি পণ্ড হয়, ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) কর্মকর্তাদের বাধায়। এবারও পণ্ড হওয়ার পথে ছিলেন দুদলের সুপার ক্ল্যাসিকোটি।

তবে এবার কারণ ছিল গ্যালারির দাঙ্গা। যদিও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক মেসি জানান, পরিস্থিতি আরও শান্ত করার জন্য খেলার সিদ্ধান্ত নেন তারা।

ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায় গ্যালারিতে। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীতের সময় ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে দুয়ো দেয় আর্জেন্টিনার সমর্থকরা। এতে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর আসন ছুড়ে মারেন ব্রাজিলের সমর্থকরা। আর তাতেই সংঘাতে জড়িয়ে পড়েন দুদলের সমর্থক। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাটিচার্জ শুরু করে।

এতে বেশ কয়েকজন আহত হন। পরে মাঠে গড়ানো ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ৬৩ মিনিটে লো সেলসোর কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। ম্যাচের ৭৮ মিনিটে নিষ্প্রভ মেসির পরিবর্তে দ্য মারিয়াকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ।

ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনা নিয়ে মেসি বলেন, ‘আমরা দেখেছি, পুলিশ মানুষকে পেটাচ্ছে। সেখানে আমাদের পরিবারের কিছু সদস্যও ছিল। কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও একই ঘটনা ঘটে। তারা গেম খেলার চেয়ে এটিতে (সংঘর্ষ) বেশি মনোযোগী।’

এ সময় মেসি আরও বলেন, ‘আমরা একটা পরিবার, পরিস্থিতি আরও শান্ত করার জন্য আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ী রক্ষণভাগের এই তারকা বলেন, ‘ব্রাজিলের পুলিশ যা করছে তা দেখে লজ্জা লাগে! এটা কীভাবে সম্ভব? ব্রাজিলের সবসময় একই রকম ঘটনা ঘটে, আর কতদিন এই দৃশ্য দেখতে হবে?’

এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পযেন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেছে ব্রাজিল।

আরও পড়ুনঃ কল্যাণ পার্টির নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’র আত্মপ্রকাশ

এ দিকে দিনের অন্য ম্যাচে দারউইন নুনিয়েজের জোড়া গোলে বলভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। ইকুয়েডরের কাছে চিলি হেরেছে ১-০ গোলে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

Spread the love
Link Copied !!