খুলনাকে ১১৩ রানেই মিশন আটকে দিল ঢাকা। বিপিএলের এ আসরে নামে-ভারে বেশ শক্তিশালী দল হলেও শুরুটা প্রত্যাশা অনুযায়ী হলো না খুলনা টাইগার্সের। ঢাকা ডমিনেটর্সের বোলিং তোপে মাত্র ১১৩ রানেই থামলো খুলনার ইনিংস। সর্বোচ্চ ২৪ রান এসেছে অধিনায়ক ইয়াসির আলীর ব্যাটে।
মিরপুরে দিবা-রাত্রির এ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র ৩২ রানে খুলনা হারিয়ে ফেলে ৩ উইকেট। খুলনার উদ্বোধনী জুটি ভাঙেন ঢাকার অধিনায়ক নাসির, শারজিল খানকে ফেরান ৭ রানে। ৪ রান করে আল আমিনের শিকার হন মুনিম শাহরিয়ার আর তামিম ইকবালকে ফেরান আরাফাত সানি। ১৫ বলে মাত্র ৮ রান করেন তিনি।
প্রথম ১০ ওভারে আসে মাত্র ৪৯ রান, বিনিময়ে খুলনা উইকেট হারিয়ে ফেলে ৪টি। মাঝে আজম খান আউট হন ১২ বলে ১৮ রানে। এরপর সাইফুদ্দীনকে সাথে নিয়ে অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান। তবে ইয়াসির ২৪ করে আউট হলে ভাঙে দু’জনের ৩১ রানের জুটি। ইয়াসির আউট হবার পর খুলনা আর দাঁড়াতেই পারেনি, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
আরও পড়ুনঃ মান অভিমান ভেঙে একসাথে দুবাই যাচ্ছেন রাজ-পরী
সাইফুদ্দীন ও সাব্বির রহমান মাঠে থাকলেও কার্যকরী কিছু উপহার দিতে পারেননি। সাইফুদ্দীন ২৮ বলে ১৯ করে আউট হলেও সাব্বির অপরাজিত ছিলেন ১১ বলে ১১ রানে। এছাড়া শেষদিকে নাহিদুল ইসলাম ৭ ও ওয়াহাব রিয়াজ করেন ১০ রান। ফলে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানেই থামে খুলনার ইনিংস।
জয়ের জন্য ঢাকা ডমিনেটর্সকে করতে হবে ১১৪ রান।
আপনার মতামত লিখুন :