কুমিল্লায় প্রাইভেট পড়ানোর নামে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লার মুরাদনগরে প্রাইভেট পড়ানোর জন্য ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে (৩৯) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই শিক্ষক খুলনার দৌলতপুর থানার মহেশরপাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সরমাকান্দা আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। ছাত্রীরা একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শিক্ষক সাজুর কাছে গত আগস্ট থেকে ১২ জনের একট ব্যাচের সঙ্গে গণিত ও ইংরেজি প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। কিছুদিন অতিবাহিত হলে শিক্ষক সাজু ওই ছাত্রীকে বলেন, তুমি পড়াশোনায় অনেক পিছিয়ে আছো। এখন থেকে প্রতি শুক্রবার তোমাকে আলাদা করে পড়াব।
আরও পড়ুনঃ দুর্যোগে রেড ক্রিসেন্ট সাহসিকতার সাথে মানবিক কার্যক্রম পরিচালনা করছে : প্রধানমন্ত্রী
ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে সেপ্টেম্বরে তাকে প্রথমবার ধর্ষণ করেন শিক্ষক সাজু। সর্বশেষ ২১ অক্টোবর মেয়েটিকে ফোন করে প্রাইভেট পড়তে ডেকে নেন তিনি। সেদিন তাকে পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন। ২৭ অক্টোবর রাতে শিক্ষক সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে গ্রেফতার করা হয়েছে।’
[…] […]