অস্ত্র-মাদক উদ্ধারে দেশসেরা যশোর পুলিশ দক্ষিনাঞ্চলে পুলিশের জনপ্রিয়তা বাড়ছে। চোরাচালানের মালামাল উদ্ধারে ‘খ’ গ্রুপে দেশসেরা হয়েছে যশোর জেলা পুলিশ। ২০২২ সালের এই সাফল্যে পুলিশ সপ্তাহ-২০২৩ এর তৃতীয় দিনে পুরস্কার প্রদান করা হয়েছে।
এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘খ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। সর্বমোট দুটি পুরস্কার লাভ করেছে যশোর পুলিশ। গত কয়েক বছর এই অঞ্চলের নাগরিক পুলিশের কর্মকান্ডে যারপরনাই খুশি। বিশেষ করে হত্যাকারী, অবৈধ মাদক ও অস্ত্রবাজ আটকে পুলিশের তৎপরতা ছিল দেখার মত।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের তৃতীয় দিনের অনুষ্ঠানে সাফল্যের পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের হাতে পুরস্কার তুলে দেন।
যশোরে আসার আগেই সাবেক কর্মস্থলে আলোড়ন সৃস্টি করেছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তাকে সকলে উত্তরাঞ্চলে লোকাল হিরো সম্বোধন করতেন। তিনি ছিলেন জনগনের আশায় একজন দিকপাল পুলিশ বাঙালী কর্মকর্তা। জনগনের ভাষা বুঝতে তিনি পারদর্শী। জনকল্যাণে তিনি পুলিশের কর্মকান্ড পরিচালনা করেন। একই সাথে সমাজ বিরোধীদের সাথে তার কোন আপোষ নেই। আর তাই যশোরে সন্ত্রাস, নৈরাজ্য অপেক্ষাকৃত কম।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, পুরস্কার প্রাপ্তিতে আমরা জেলা পুলিশ আনন্দিত। এই প্রাপ্তির সমান অংশীদার যশোরবাসী ও জেলা পুলিশের প্রতিটা সদস্য। এই পুরস্কার প্রাপ্তি জেলা পুলিশের আগামী দিনের কর্মস্পৃহাকে আরো বেশি গতিশীল করবে। আমরা আশা রাখি আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একইসঙ্গে বাংলাদেশ পুলিশের অভিভাবকের প্রতি চিরকৃতজ্ঞ।
যশোর ডিবির ওসি রুপণ কুমার পেলেন রাষ্ট্রপতি পুলিশ পদক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং রহস্য উদঘাটনের ফলস্বরূপ এবারের পুলিশ সপ্তাহে সেরা পুলিশের পদক প্রদান করা হয়েছে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারও এ পদকে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সেখানেই প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরষ্কার নেন রুপণ কুমার সরকার।
যশোর জেলা থেকে ২০২২ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ডিবির অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম- সাহসিকতা) পেয়েছেন। স্বর্ণলতা.নিউজ কে যশোর ডিবি ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, রাষ্ট্রপতির পুরষ্কার পেয়ে খুব ভাল লাগছে। তবে আমি কাজে বিশ্বাসী।
আমি পুরষ্কারের জন্য কাজ করিনা। রাষ্ট্র প্রদত্ত¡ দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করি। আমার সেই চেষ্টা কর্মজীবনের শেষদিন ক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রসঙ্গত বলা প্রয়োজন অনেক ক্লুলেস হত্যা উদঘাটন করেছে যশোরের পুলিশ। এই শাখায় সাফল্য অনেকটাই এগিয়ে ডিবি পুলিশ। খড়কীর ইরফান হত্যা, টিবি ক্লিনিকপাড়ার নারী হত্যা, চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরাই মোবাইল উদ্ধার, চোরাই রিক্সা উদ্ধার, অনেক মাদক বিরোধী অপারেশনে ডিবি ফলপ্রসু অভিযান চালিয়ে পুলিশের উজ্বল ইমেজ আরো প্রসার করেছেন।
আরও পড়ুনঃ বাহুবলে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু, এক্সাভেটর ও দুটি ট্রাক্টর জব্দ
সর্বশেষ ২২ ডিসেম্বর যশোর শহরের খড়কীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইরফান হত্যার হুকুমদাতা আব্দুল কাদের কে আটক করে। এরপর শহরে পুলিশের ইমেজ আরো বাড়ে। কেননা আটক আব্দুল কাদের মুক্তিযুদ্ধ প্রজন্ম শাখার শহরের অন্যতম শীর্ষ নেতা। অন্যদিকে ইরফান একটি ইসলামী সংগঠনের কর্মী। এসব কারনে তার পরিবার দ্বিধা দ্বন্দে ছিল যে হত্যাকারীরা পার পেয়ে যায় কিন। কিন্ত বাস্তবে তা হয়নি যশোর ডিবি পুলিশ চৌকষ অভিযানে আব্দুল কাদেরসহ তিন হত্যাকারীকে আটক করেছে। হত্যায় ব্যবহ্নত ছুরি ও টাকা উদ্ধার করে পুলিশ।
এমনি ভাবে অবৈধ অস্ত্র তৈরির কারখানা, অবৈধ অস্ত্র তৈরির কারিগর আটক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মাদকদ্রব্য আটকে সারা বছরই ব্যস্ত ও সফল অভিযান চালায় ডিবি পুলিশ। আন্তজেলা ডাকাত সিন্ডিকেট চিহ্নিত ও ডাকাত আটকেও ডিবি পুলিশ মুন্সিয়ানা দেখিয়েছে। জেলা পুলিশের বিভিন্ন থানা পুলিশও এই ধারায় আলাদা ইমেজ তৈরি করেছে। একই সাথে প্রত্যেকটি অভিযানের সফলতায় সংবাদ সম্মেলন করে অভিযানের সফলতা ব্যাখ্যা করেছে পুলিশ। এতে সাংবাদিকদের সাথে পুলিশের একটি নতুন সেতুবন্ধন তৈরি হয়েছে।
[…] […]