ব্যালট ছিনিয়ে জাল ভোট দিলেন শিল্পমন্ত্রীর ছেলেঃভোট শুরু হওয়ার পরপরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী
স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহণ বাতিল করে দেন
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে আসনটির নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে
এই অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ ভোট কেনার অভিযোগে দুই বছরের সাজা
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটির ভোট গ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম।
জানা যায়, রোববার সকাল আটটার দিকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় তাঁরা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে জোর করে নৌকা মার্কায় সিল মারেন।
এই নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। এর পরপরই রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে দেন।
তবে এই বিষয়ে জানতে অভিযুক্ত মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। পরবর্তীতে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।
আপনার মতামত লিখুন :