৩৭ বছর চাকরি শেষে সুসজ্জিত গাড়িতে নিজ বাড়িতে গেলেন হাবিবুর রহমান। লালমনিরহাট জেলায় কর্মরত পুলিশ এসআই(নিঃ) হাবিবুর রহমান, চাকরি সমাপ্ত করে সুসজ্জিত গাড়িতে নিজ বাড়িতে ফিরে গেলেন।
জেলায় কর্মরত এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান তার দীর্ঘ ৩৭ বছর চাকরি সফল সমাপ্ত করে লালমনিরহাট জেলা পুলিশকে বিদায় জানিয়েছেন।
বিদায় বেলায় তাকে সুসজ্জিত গাড়িতে বসিয়ে বিদায় জানান লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো.আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো.আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জনাব আ. ন. ম. নিয়ামত উল্লাহ, আরআই পুলিশ লাইনসহ লালমনিরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিদায়ী অবসরপ্রাপ্ত এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান,উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। পরে পুলিশের সুসজ্জিত গাড়িতে করে নিজ বাসস্থান আদিতমারী থানার পূর্ব দৈলজোড় গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই বিদায়ী পুলিশ সদস্যর জন্য জেলা পুলিশে কর্মরত সকলের অফুরন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুনঃ বিএসপি নিবন্ধিত হওয়ায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে মিষ্টি বিতরণ
লালমনিরহাট জেলা পুলিশের সকল সদস্য তার আগামীর পথচলা যেন সুখময় ও মঙ্গলময় হয় সেই প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :