বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু যশোর বোর্ডে ২৫৫১ কেন্দ্র পরীক্ষার্থী ১ লাখ ৫৮ হাজার


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ
৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু  যশোর বোর্ডে ২৫৫১ কেন্দ্র পরীক্ষার্থী ১ লাখ  ৫৮ হাজার

যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২৫৫১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এবারের এসএসসিতে অংশ নেবে। বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ হাজার ৪৩৭জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৭ জন ও ১৮ হাজার ৫২০ জন ছাত্রী। মানবিক বিভাগ থেকে ১ লাখ ৭৬৫ জন অংশ গ্রহন করছে। এরমধ্যে ৪৭ হাজার ৭০৩ জন ছাত্র ও ৫৩ হাজার ৬২ জন ছাত্রী। ব্যবসা শিক্ষায় ১৭ হাজার ৯০০ জনের মধ্যে ১০ হাজার ৪৯ জন ছাত্র ও ৭ হাজার ৮৫১ জন ছাত্রী।

অংশ গ্রহণকারীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৩৬২ জন। এরমধ্যে ৭৪ হাজার ৩৯৭ জন ছাত্র ও ৭৫ হাজার ৯৬৫ জন ছাত্রী। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৭৮২ জন। এ মধ্যে ২৫২ জন ছাত্র
ও ৫৩০ জন ছাত্রী। গত বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করা পরীক্ষার্থীদের মধ্যে ৮১ জন মান উন্নয়নের জন্য এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬০জন ছাত্র ও ২১ জন ছাত্রী।

চলতি বছর ২০২৩ সালের ৩০ এপ্রিল রবিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্র অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ মে বুধবার হতে ৩০ মে মঙ্গলবার পর্যন্ত সঙ্গীতসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টা হতে শুরু হবে।

আরও পড়ুন: নল‌ছি‌টি‌তে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

এসএসসি পরীক্ষা গ্রহনের জন্য যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে বোর্ডের অধিনে বিভাগের সকল কেন্দ্রে সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে।

Spread the love
Link Copied !!