১ম ফ্রাঞ্চাইজি হকি লীগের টুর্ণামেন্টের জন্য ৬ দলের খেলোয়ারদের হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এ অবস্থান শুরু। আগামী ২৮ অক্টোবর ক্রিকেটের পর ১ম ফ্রাঞ্চাইজি হকি লীগের টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে এই টুর্ণামেন্টের ৬টি টিম ইতিমধ্যে ঢাকা সিটির হলিডে ইন এ অবস্থান শুরু করেছে। ইন্টারন্যাশনাল চেইন হলিডে ইন উক্ত টুর্ণামেন্টের গর্বিত হসপিটালিটি পার্টনারশিপ হয়েছে।
আজ দুপুর থেকে ঢাকা ওয়ালটন টিম হোটেল ইন ঢাকা সিটি সেন্টার এ ১ম প্রবেশ করে। একে একে চট্রগ্রাম একমি , রুপায়ন কুমিল্লা সহ টিম গুলি প্রবেশ করতে থাকে। সব দল গুলিকে হোটেল ইন এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম করেন। আগামী ২৮ অক্টোবর থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলাগুলো চলবে। এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার ১৯ জন আইকন খেলোয়াড়সহ মোট ১৮৬ জন খেলোয়াড় আছে।
আরও পড়ুনঃ হাতীবান্ধায় কোনো ছাড় দেয়া হবেনা মাদকের সাথে সম্পৃক্তদের-(ওসি)শাহা আলম
১৯ জন আইকন খেলোয়াড়ের মধ্যে প্রত্যেক দলে একজন করে খেলোয়াড় খেলতে পারবে। বাকি ১৩ জন আইকন খেলোয়াড় এ+ ক্যাটাগরিতে থাকা ১৫ জন খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারবে। আগামী ১৭ নভেম্বর হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে।
[…] […]