হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ৫ জন নিহত। ঘন কুয়াশার কারণে হবিগঞ্জে আজ সকালে ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে বিদেশ ফেরত যাত্রীসহ ৩জন নিহত এবং ৪জন আহত হয়েছেন।
সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে ঢাকা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শিহাব আহমদ (১৩), মেয়ে সাবিহা আক্তার (২১), সাবিহার স্বামী পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আবদুস সালাম (৩২), সাবিহাদের দুই বছর বয়সী মেয়ে হাবিবা এবং মাইক্রোবাসের চালক হাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা সাদির মিয়া (২৮)।
আরও পড়ুনঃ শার্শা সীমান্তে থেকে ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। একই সাথে আহত ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, সকালে শাহপুরে মাইক্রোবাস , ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নোহা গাড়ীর বিদেশ ফেরত যাত্রী ও চালক মারা যান। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ীগুলো উদ্ধার করা হয়েছে।
[…] […]