স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল স্ত্রীর। যশোরের শার্শা উপজেলার গ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বনমান্দার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, বুধবার দুপুর ১২ টার দিকে বনমান্দার গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুর রহিম বাড়িতে কাজ করছিল। এক পর্যায়ে বাড়ির বিদ্যুৎ মিটারের মেইন সুইচের তারের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় রহিমের স্ত্রী ছকিনা বেগম তাকে বাঁচাতে তার ধরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে বাঁচাতে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দীর্ঘ ৮ বছর আয়ের বড় অঙ্কের অর্থ নিয়ে নিখোজ মনিরুজ্জামান
নিহতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিজামপুর ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :