স্বর্গীয় সুধীর পাগলের ১৯তম তিরোধান দিবস পালিত।
কুষ্টিয়া কুমারখালি চাপড়া ইউনিয়ন ভাড়রা গ্রামের স্বর্গীয় সুধীর পাগলের তিরোধান দিবস উপলক্ষে এক বিশাল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে মেলা এবং সাংস্কৃতিক কমিটির সভাপতি ও ওয়াড মেম্বার সেলিম উজ্জামান সুজন।
আরও পড়ুন: ছয় মাসের জামিন পেলেন বিএনপির মির্জা ফখরুল ও আব্বাস এর
মেলা পরিচালনায় আছে ওয়াড আওয়ামিলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া। মেলার সার্বিক দায়িত্বে আছেন চাপড়া ইউনিয়ন চেয়ারম্যান জন মানুষের নেতা এনামুল হক মনজু।এছাড়া মেলা কমিটিতে আছেন গ্রামের পরিচিতি মুখ তোফাজ্জেল হোসেন মায়া।
[…] স্বর্গীয় সুধীর পাগলের ১৯ তম তিরোধান … […]