বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

স্কুলের ছাদে ৫ ছাত্রীর ধূমপানের ভিডিও ধারণ করেন দুই শিক্ষক, অতঃপর যা হলো..


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৩, ৪:২১ অপরাহ্ণ
স্কুলের ছাদে ৫ ছাত্রীর ধূমপানের ভিডিও ধারণ করেন দুই শিক্ষক, অতঃপর যা হলো..

বিদ্যালয়ের ছাদে পাঁচ ছাত্রী ধূমপান (সিগারেট) করছিল। সেই দৃশ্য স্মার্টফোনে ভিডিও করেন দুই মাষ্টার ও এক আয়া। ছাত্রীদের ডেকে মারধর করার পর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া, টিসি ও অভিভাবকদের জানিয়ে দেওয়ার ভয় ভিতী দেখান তারা। সেই শঙ্কায় গলায় ফাঁস দিয়ে জিনিয়া খাতুন নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভি-যোগ পাওয়া গেছে। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও এক ছাত্রী।

সোমবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে ওই ঘটনা ঘটে। মোছা. জিনিয়া খাতুন (১৪) ওই গ্রামের ব্যবসায়ী জিল্লুর রহমানের মেয়ে। সে সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টাকারী ছাত্রীর নাম পরিচয় জানা যায়নি। জিনিয়ার লাশটি সম্প্রতি কুষ্টিয়া সদর হাসপাতাল এর মর্গে রাখা হয়েছে।

নিহত ছাত্রীর মামা জাহিদ হোসেন জানান, ‘পাঁচজন ছাত্রী বিকাল সাড়ে ৩টার দিকে ছাদে সিগারেট খাচ্ছিল। তার ভাগ্নি জিনিয়া ওই স্থান ছিল। সিগারেট খাওয়ার দৃশ্য লাল্টু ও ওয়ালিউর রহমান নামে দুই শিক্ষক তার সাথে আয়া শিউলি খাতুন ভিডিও করেন। পরে ছাত্রীদের ডেকে এনে বিপুল মারপিট করেন এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া ও অভিভাবকদের জানানোর ডর দেখান।

তার ভাষ্য, বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরে শিক্ষকদের ওপর অভিমান করে নিজ কক্ষে সুরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জিনিয়া। মঙ্গলবার থানায় মামলা করা হবে।

জানতে চাইলে কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও নিহত ছাত্রীর নানা গাজীউর রহমান বলেন, শিক্ষার্থীরা ত্রুটি করতেই পারে। এজন্য বলে কি শিক্ষকরা এভাবে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার শঙ্কা দেখাবে। তিনি শিক্ষকদের শাস্তির দাবি করেন।

এ ব্যপারে জানতে ওই বিদ্যালয়ের অ্যাসিসটেন্ট গুরু ওয়ালিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা করা হয়। কলটি শুরুতে ওয়েটিং দেখায়। পরে রিসিভ না করেই ফোনটি বন্ধ রাখায় তার মন্তব্য নেয়া পসিবল হয়নি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ বলেন, উনি বিকালে কাজে থানা শিক্ষা কার্যালয়ে এসেছিলেন। পরে একজনের মাধ্যমে বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনা শুনেছেন। তার ভাষ্য, ছাত্রী তো মরেই গেছে। আজকাল এসব বলে কি হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাজী এজাজ কায়সার বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন তিনি।

কুমারখালী উপজেলার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, মরদেহটি কুষ্টিয়া সদর ডাক্তারখানার মর্গে রয়েছে। কমপ্লেইন পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

Spread the love
Link Copied !!