সুধায় বসুধা ।। জাহিদ হাসান
আমারি নয়নে গাঁথিয়া রহিল
তোমার অপরূপ সৌন্দর্য্য
নিজেরে হারিয়ে খুঁজে ফিরি
তোমার রুপের মহাত্ম।
ভেঙে ফেলি আমি নিজেই নিজেরে
আবার করে গড়ি
মনের অজান্তে
আবার তোমার রূপের প্রেমেই পড়ি।
ভাঙা গড়ার চিরন্তন নিয়মের মাঝে
অনন্ত তোমার রুপ
চক্ষু মুদে অনুভব করি তোমার গোপন সুখ।
যত বার আমি দেখেছি তোমার
উলঙ্গ দেহ খানা
কিসের যেন মিছে মায়ায়
বেঁধে রেখেছে ডানা।
উন্মাদ হয়ে যাই আমি
তোমার সুন্দরের সুধায়
গোপন প্রেমে মন ছুটে যায়
তোমার গোপন ধাঁধায়।
রহস্যের বেড়া জালে বারে বারে
আটকে পড়ে মন
ভেদ করতি আবার শূন্যে
ফিরে আসি তোমার রূপ দর্শন।
অনুভব অনুভূতিতে নিরন্তর
বেজে চলছে তোমার বন্ধন
ছিন্ন করা দায়
তাই সপে দিয়ে যাই এ পোড়া মন।
Link Copied !!
[…] সুধায় বসুধা ।। জাহিদ হাসান […]