সিরাজগঞ্জে একসাথে ৪ ছেলের জন্ম দিলেন প্রসূতি। নির্ধারিত সময়ের আগেই একসঙ্গে চার ছেলের জন্ম দিয়েছেন আফসানা খাতুন নামে এক প্রসূতি। শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। প্রসূতি আফসানা খাতুন জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী।
প্রসূতি আফসানার স্বামী শাহাদত বলেন, প্রায় ৭ মাস আগে তার স্ত্রী আফসানা খাতুন প্রথমবারের মতো গর্ভবতী হয়। চিকিৎসকেরা তার পরীক্ষা-নিরিক্ষা শেষে সন্তান প্রসবের সময় নির্ধারণ করেছিল আগামী বছরের ফেব্রুয়ারীর ২০ তারিখে। শনিবার সকালে আফসানার প্রসব বেদনা উঠলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিকভাবে পরপর ৪টি ছেলের জন্ম হয়।
আরও পড়ুনঃ সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনের গোলটি বিশ্বকাপের সেরা
মেডিনোভা হাসপাতালের হেড নার্স সাবিরা সরকার রুমি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরে স্বাভাবিকভাবে ৪টি বাচ্চা প্রসব করে। প্রি-ম্যাচিউর বাচ্চা প্রসব হওয়ায় অবস্থা বেশি ভালো নয়। দুপুরে চার বাচ্চাকেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
[…] সিরাজগঞ্জে একসাথে ৪ ছেলের জন্ম দিলেন … […]