সামরিক সহায়তা নিয়ে ইসরাইল-মার্কিন জোর আলোচনা চলছে: হোয়াইট হাউস
ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেয়ার বিষয়ে উভয়পক্ষে জোর আলোচনা চলছে।
হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান।
ইসরাইলী ভূখন্ডে ফিলিস্তিনী গ্রুপ হামাসের বড়ো ধরনের অতর্কিত হামলার প্রেক্ষিতে সামরিক সহায়তা নিয়ে এ আলোচনা চলছে।
ওয়াশিংটন এ বিষয়ে যথাসম্ভব রোববার ঘোষণা দেবে বলে ওই কর্মকর্তা আভাস দেন।তবে কংগ্রেসের নিম্ন কক্ষ বর্তমানে নেতৃত্বশূন্য থাকায় বিষয়টি নিয়ে জটিলতা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
আপনার মতামত লিখুন :