ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যাংক কলোনী এলাকার একটি ভাঙ্গারীর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংক কলোনী এলাকায় সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবুর বাড়ির সামনের একটি ভাঙ্গারী গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে প্রায় দেড় কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ হিলিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান সিদ্দিকুর রহমান জানান, আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত পরে জানানো হবে।
আপনার মতামত লিখুন :