সব দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনুরোধ জানিয়েছেন ফিফা সভাপতি। ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সব দেশে একটি করে স্টেডিয়ামের নাম ফুটবলের রাজার নামে করার আহবান জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সান্তোসে গিয়ে গিয়ান্নি এই আহবান জানান।
ক্যান্সারের সাথে লড়াই করে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে মৃত্যু হয় সর্বকালের সেরা খেলোয়াড় পেলের। ভিলা বেলমিরোতে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো গণমাধ্যমে বলেন, ‘আমরা এই মুহূর্তে বিশ্বের সব দেশকে আহবান জানাতে পারি পেলের নামে একটি করে স্টেডিয়াম করার। আমরা সবাই দারুনভাবে আবেগপ্রবন হয়ে পড়েছি। পেলে চিরন্তন।
আরও পড়ুনঃ কর্মীদের সান্ত্বনা দিয়ে রাখতেই বিএনপি নেতাদের হাঁকডাক: তথ্যমন্ত্রী
সে বিশ্ব ফুটবলের একজন আইকন। শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে সেটি ভেবে এমন প্রস্তাব দেওয়া হবে।’
শুক্রবার পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুরিখে সদর দপ্তরে ফিফার পতাকা অর্ধনমিত রাখা হয়।
[…] সব দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনু… […]