সন্দেহ রাখবেন না, ১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় গণসমাবেশ হবে, ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় সমাবেশ হবে।
এ সমাবেশ নিয়ে মনে কোনো সন্দেহ না রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, সমাবেশ থেকে মানুষ নতুন স্বপ্ন দেখবে। এখান থেকেই মানুষ নতুন কর্মসূচি নিয়ে আরও তীব্রভাবে মাঠে নামবে। জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই কাজ তারা করবে।
আরও পড়ুনঃ হবিগঞ্জে আগুনে পুড়ে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, পেশাজীবী ও বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :