বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সংস্কার কাজ হচ্ছে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ৯:১০ অপরাহ্ণ
সংস্কার কাজ হচ্ছে যশোর শামস-উল-হুদা  স্টেডিয়ামে

জেডিএসএ সাধারন সম্পাদক ইয়াকুব কবীরের সাক্ষাৎকার জাতীয় ক্রীড়া পরিষদ ও প্রশাসনের তদারকিতে নির্মান ও সংস্কার কাজ হচ্ছে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে। যশোর জেলা ক্রীড়া সংস্থার শামস-উল-হুদা স্টেডিয়াম ও আঙিনা, আশপাশ সংস্কারে নব রুপ ধারন করছে। সর্বত্র ঝাড়ামোছা ও নির্মাণ ব্যস্ততা। কাজ তদারকির জন্য কেন্দ্র ও প্রশাাসনিক কর্তা প্রতিনিধিরা সার্বক্ষনিক উপস্থিত রয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে শামস-উল-হদা স্টেডিয়ামে ব্যাপক সংস্কার কাজ চলছে। প্রতিনিধিরা সংস্কার কাজ পরিদর্শন করছেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ হচ্ছে ক্রীড়া গুরু বা পিতা আর জেলা ক্রীড়া সংস্থা তার সন্তান।

সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর বলেন, পিতা যখন কোন কাজ করে তখন সন্তানের অনুমতি প্রয়োজন হয়না। তবে সন্তানের অংশ গ্রহন থাকে। আমরা সংস্কার কাজ দেখ ভাল করছি যেহতু মাননীয় প্রধানমন্ত্রী ২৪ নভেম্বর যশোর শামস উল-হুদা স্টেডিয়ামে জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে সেহেতু সরকারের উচ্চ পর্যায়ে এবং যশোর জেলা প্রশাসন কাজটির তদারকিতে রয়েছে। এখানে এখন সংস্কারে স্টেডিয়াম ও মাঠটি যেন নতুন জীবন লাভ করেছে।

বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর জানান, বিভিন্ন পত্র পত্রিকায় স্টেডিয়াম গ্যালারী ভাঙ্গা নিয়ে নেতিবাচক খবর প্রকাশ হয়েছে। কিন্ত আদতে ওসব  সত্য নয়। মূল সত্য এই গ্যালারী ভেঙ্গে নতুন করে গড়ার দায়িত্বে জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ আওয়ামীলীগের প্রধান, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছে এ কারনে সকলের দায়িত্ব উপযোগী পরিবেশ করার। আপাতত সেই কাজ চলছে।

বিরামহীন কাজের ফাঁকে তিনি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর মঞ্চ সাজসজ্জা কমিটির আহয়বাক আব্দুল মজিদ। সংস্কারে ইতিমধ্যে শামস-উল-হুদা স্টেডিয়াম নতুন রুপ লাভ করেছে। ঝকঝকে নতুন রঙের ছোয়া চারিদিকে। ক্রীড়া সংস্থার অফিস সংলগ্ন ভিআইপি গ্যালারীর উপর নতুন টিন সাজানো হচ্ছে। মঞ্চের স্থানটি দড়ি দিয়ে রেডি করা হয়েছে। সরকার ও প্রশাসনিক কর্মকর্তারা এবং তাদের একাধিক টিম স্টেডিয়াম ও আশপাশ এলাকায় সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসমাবেশ করবেন। তার থেকেও বড় কথা যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এটি তার প্রথম জনসভা। এর আগে সরকারের একজন রাষ্ট্রপতি ১৯৮০ সালের পর জনসভা করেছিল। তারপর দীর্ঘ বিরতি। কেননা স্টেডিয়ামটি শহরের এক পাশে অবস্থিত। নিরাপদ অবকাঠামো হলেও গাড়ী চলাচলের রাস্তায় সমস্যা ছিল। সেসব সমস্যা ইতিমধ্যে নিরসন করা হয়েছে। আর ছোটখাট যেসমস্যা আছে সেগুলো দ্রত সমাধান করা হচ্ছে। যশোরে আওয়ামীলীগের জনসমাবেশ আগামী ২৪ নভেম্বর। এতে অংশ নেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটাতে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জনসভাস্থল যশোর শামস উল হুদা স্টেডিয়ামের জায়গা বাড়াতে উত্তর পাশের গ্যালারি ভেঙে ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠের সঙ্গে একীভূত করা হয়েছে। জেলা আ’লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার দিনক্ষণ নির্ধারিত হওয়ার পর জেলা আ’লীগের নেতারা শামস উল হুদা স্টেডিয়াম ও ঈদগাহ ময়দানকে সম্ভাব্য জনসভাস্থল
নির্ধারণ করেন। তবে নেতারা স্টেডিয়ামে জনসমাবেশ করতেই আগ্রহী। তারই অংশ হিসেবে স্টেডিয়ামের মাঠকে বাড়াতে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তর পাশের গ্যালারি ভাঙা শুরু হয়। দুই দিনের প্রক্রিয়ায় এখন স্টেডিয়াম ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ একীভূত হয়েছে। এছাড়া জনসমাবেশ সফল করতে চলছে নানা কার্যক্রম।

৫০ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের জনসভায় জনসভায় নেতৃত্ব দেবেন। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের মাঠ বড় করার পাশাপাশি সমাবেশে আগত জনসাধারণের সার্বিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাতিয়ানতলা মা ও দুই মেয়েকে জখম করে দূর্বত্তদের জমি দখল

পাশাপাশি বড় পর্দায় সমাবেশ দেখার ব্যবস্থা থাকছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহত্তর যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন গুলো। প্রতিদিন উপজেলা ও জেলা পর্যায়ে চলছে প্রস্তুতি সভা।

ইতোমধ্যে খুলনাঞ্চলে অওয়ামীলীগের রাজনীতির দেখভালের দায়িত্বে থাকা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভাইপো, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি যশোরে প্রস্তুতি সভায় অংশ নিয়েছেন। সেখানে নেতা-কর্মীদের তিনি উজ্জীবিত করেন। ওই প্রস্তুতি সভা শেষ পর্যন্ত বিশাল কর্মী সভায় পরিণত হয়। যশোরে জনসভা যেটি হবে, সেটি
বিভাগীয় জনসভায় রূপ নেবে। আয়োজক সর্ব পর্যায়ে এ আশাতে স্মরণকালের সেরা জনসমাবেশ করতে প্রস্তুতি গ্রহন করেছে। এখন চলছে তারই বিভিন্ন পর্ব।

Spread the love
Link Copied !!