বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শাহবাগে মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী ও বাসদের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 


এম, আসমত আলী:
প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ১১:৩২ অপরাহ্ণ
শাহবাগে মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী ও বাসদের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

শাহবাগে মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী ও বাসদের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।পুঁজিবাদী শোষণ-বৈষম্য, খাদ্যপণ্য-জ্বালানী তেল-সার-বাস ভাড়াসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, ফ্যাসিবাদী দুঃশাসন, সাম্প্রদায়িকতা, নারীনির্যাতন ও ধর্ষণ রুখে দাঁড়ান; বিকল্প গড়ে তুলুন, সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন” এই আহ্বানকে সামনে রেখে বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৫তম বিপ্লববার্ষিকী পালন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বক্তব্যে বাসদের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক শোভন রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা, বাসদ ঢাকা নগরের সদস্য খালেকুজ্জামান রিপন, আহসান হাবীব বুলবুল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মণীষা চক্রবর্তী বক্তব্য রাখেন।

 

সমাবেশে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘আজ থেকে ১০৫ বছর আগে রাশিয়ায় সংগঠিত হওয়া নভেম্বর বিপ্লব সারা পৃথিবীর মানুষকে শোষণ-বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিল। মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সর্বোপরি শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই স্বপ্ন নিয়ে ১৯৮০ সালে কমরেড খালেকুজ্জামান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এই দল জাতীয় সম্পদ, পরিবেশ-প্রকৃতি রক্ষা, কৃষক, খেতমজুর, শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষের জন্য লড়াই করছে।’

 

আজ দেশের প্রতিটি সেক্টরে ঘুষ দুর্নীতি বাণিজ্য চলছে। লক্ষ লক্ষ শিক্ষার্থী বেকার হয়ে পড়েছে। ঘরে ঘরে চাকরি দেয়ার নামে প্রতারণা করছে। শিক্ষক সমাজ বিভিন্ন স্থানে আন্দোলন করছে। এই সরকার সাম্যের পরিবর্তে বৈষম্য, ন্যায়বিচারের পরিবর্তে বিচারের নামে প্রহসন চালাচ্ছে। স্বৈরাচার শাসকেরা আকাশ ছোঁয়া উন্নয়ন, উচ্চ হারে জিডিপি প্রবৃদ্ধি, আর মধ্যম আয়ের দেশে উন্নীত গল্প শুনিয়ে সান্ত্বনা দিচ্ছে।

 

আজ নির্বাচনকে টাকার খেলায় পরিণত করে সংসদকে বানিয়েছে কোটিপতি ও ব্যাবসায়ীদের ক্লাব। জনগণের ট্যাক্সে সংসদ চললেও সেখানে জনগণের অধিকার নিয়ে কথা হয়না। জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রায় নিশ্চিহ্ন। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালে রাতের অন্ধকারে প্রশাসনের সহায়তায় ক্ষমতায় এসেছে। দেশে যখন চরম অর্থনীতি সংকট, রিজার্ভ সংকটে জ্বালানী সহ নিত্যপণ্যে আমদানি করতে পারছে না তখন জনগণের মতামত কে তোয়াক্কা না করে নয় হাজার কোটি টাকার ইভিএম কিনে ও ব্যবহারের মাধ্যমে আগামী নির্বাচনে ও কৌশলে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে।

 

আজ থেকে চল্লিশ বছর আগে সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল শোষণ মূলক পুঁজিবাদ উচ্ছেদ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষকে কাজ দেয়া যায় ও অত্যন্ত কম খরচে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা যায়। পথশিশুদের ও বয়স্কদের রাস্ট্রীয়ভাবে পালন করা যায়।

আরও পড়ুন: শাহবাগে সরঃ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ করেছে বাসাছাপ

আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আহ্বান জানাই , মানুষের অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে হলে প্রতিবাদ ও প্রতিরোধের পথে এগিয়ে আসুন। আমাদের জীবন ও জীবিকা কিছু শোষক, দুর্বৃত্তদের কাছে জিম্মি হতে দিতে পারি না। দুর্নীতি, লুটপাট প্রতিরোধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ থেকে টাকা পাচারের প্রতিবাদ,অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সহ জাতীয় ও জনজীবনের সমস্যা সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল নিয়ে নিউমার্কেটে ঘুরে সমাবেশ সমাপ্ত করেন।

 

Spread the love
Link Copied !!