শরীরে এসিড পুশ করে স্বামী হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক। যশোরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। যার মুলক পরিকল্পনায় ছিলো নিহতের স্ত্রীর প্রেমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধা রাতে। নিহত জহির হাসান গাজী বকচর হুসতলা এলাকার মৃত হোসেন আলী গাজীর ছেলে। শান্তা কিন্ডারগার্ডেনের ২য় তলায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার পর র্যাব ও পুলিশ নিহতের স্ত্রী ও তার প্রেমিক কে আটক করেছে। আটক স্ত্রী একই এলাকার মৃত শেখ ওমর আলীর মেয়ে ও তার প্রেমিক শংকরপুরের ভাড়াটিয়া রবিউল।
পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী অভিনব কায়দায় প্রথমে ঘুমের ওষুধ সেবন করে অচেতন করে ফেলে স্বামীকে। এরপর মোবাইলের ব্যাটারী থেকে সিরিঞ্জের মাধ্যমে এসিড বের করে স্বামীর শরীরে পুশ করে। স্বল্প সময়ের মধ্যেই স্বামী মৃত্যুবরণ করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে দাবি করে নাটক করে স্ত্রী। তবে শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে তাদের দুইজনকেই আটক করেছে। পৃথক সংবাদ সম্মেলণে এসব তথ্য জানানো হয়েছে।
স্ত্রীকে আটকের পর বুধবার দুপুর আড়াইটায় কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। অভিযানের পর প্রেমিককে আটকের পর বিকেল চারটায় র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান পৃথক সংবাদ সম্মেলণে খুনের মোটিভ সম্পর্কে তথ্য জানান। তদন্তে উঠে এসেছে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরী হয়। এক পর্যায় পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। এদিকে, এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকের পরে আসামিরা ঘটনার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম হত্যায় ব্যবহৃত মোবাইল ও মেবাইলের সেই ভাঙ্গা ব্যাটারী, ইনজেকশনে সিরিঞ্জ, ঘুমের ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।
আপনার মতামত লিখুন :