র্শাশা সীমান্ত থেকে ১ কেজি ৫১ গ্রাম ওজনের ৯টি সোনারবার সহ পাচারকারী আটক। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি র্কতৃক ০৯ টি র্স্বনের বারসহ কওছার আলী নামে এক সোনা পাচারকারী আটক।শনবিার রাতে তাকে সোনারবার সহ আটক করেন বিজিবি সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)এর অধিনায়ক বিএ- ৬৫০৭ লেঃ র্কনেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি,
ইঞ্জিনির্য়াস এর র্সাবিক দিক র্নিদেশনায় অত্র ব্যাটালয়িনের অধীনস্থ গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৫১ গ্রাম ওজনের ০৯টি র্স্বণের বারসহ কওছার আলী, পতিাঃ আঃ করিম, গ্রামঃ দাদখালী, থানাঃ শার্শা জেলা যশোর কে আটক করেছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে র্শাশা থানায় সোর্পদ করা হবে বলে জানিয়েন বিজিবি।
আরও পড়ুন: নীলগঞ্জ মহাশ্মশান নতুন কমিটি গঠন
উল্লেখ্য গত ০১ জানুয়ারি ২০২২ তারিখ হতে অদ্যাবদি ২৯ কেজি ৯৩৬ গ্রাম র্স্বণ আটক করা হয় যার সিজার মূল্য-২১,৪৫,৮১,৯৪৮/- টাকা (একুশ কােটি পয়তাল্লিশ লক্ষ একাশি হাজার নয়শত আটচল্লিশ) টাকা।
গত ০১ আগস্ট ২০২২ তারিখ হতে অদ্যাবদি ২৪ কেজি ২৯৯ গ্রাম র্স্বণ আটক করা হয় যার সিজার মূল্য-১৭,৮৬,৫০,৪৭৩/- টাকা (সতরেো কােটি ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার চারশত তিয়াত্তর ) টাকা।
আপনার মতামত লিখুন :