র্শাশায় চায়না কমলা লেবু চাষে সফল ইউসুফ।যশোরের র্শাশা উপজেলার নাভারণ যাদবপুর গ্রামে চায়না কমলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন চাষি ইউসুফ আলী।
তার তিন বিঘা জমির প্রতিটি গাছে থোকায় থোকায় কমলা ধরেছে। কমল৷ গুলো বড় এবং খুব মিষ্টি প্রিতিদিন তা দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকার চাষি। ভালো ফলন দেখে উৎসাহী হয়ে অনেকে চাষের উদ্যোগ নিচ্ছেন।
বেনাপোল থেকে বাগান দেখতে আসা শাওন হোসেন বলেন,দেশের আবহাওয়া অনুকূল না হওয়ায় সাধারণত চায়না কমলার ফলন ভালো হয় না। কিন্তু আমাদের সে ধারণা পাল্টে দিয়েছেন নাভারণ যাদবপুরের ইউসুফ আলী। তার বাগানের প্রতিটি গাছে কমলা দেখে অবাক হয়েছি।
নাভারন কুন্দিপুর গ্রাম থেকে আসা মোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশের মাটিতে এত সুন্দর মিষ্টি ও সুস্বাদু কমলা হতে পারে ধারণা ছিল না। ইউসুফের বাগানে না এলে তা বুঝতে ও জানতে পারতাম না। এখানে এসে গাছে ফল দেখে খুবই ভালো লাগছে।
চাষি ইউসুফ আলী বলেন, দুই বছর আগে তিন বিঘা জমিতে ৩৫০টি কমলার চারা দিয়ে বাগান গড়ে তুলি।বাগানে কাজ করছে ১০-১৫ জন শ্রমিক।ভালো পরির্চযার কারণে ফলনও ভালো হয়েছে।মাত্র দুই বছরে প্রতি গাছে প্রায় ৪০-৫০ কেজি ফলন পেয়েছি।
তিনি বলেন, এক বিঘা জমিতে উৎপাদিত চায়না কমলা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে বছরে ৪-৫ লাখ টাকা আয় করা সম্ভব।তাই বিপুল র্অথ খরচ করে দেশের বাইরে না গিয়ে তরুণ, বেকার এবং শিক্ষিত যুবকদের চায়না কমলার বাগান করার পরার্মশ দিচ্ছি।।
কমলাচাষি ইউসুফ আলী বলেন, কৃষি বিভাগ এ চাষের ব্যাপারে প্রশিক্ষণ ও সহযোগিতা দিলে মানুষের মধ্যে চায়না কমলা চাষের আগ্রহ সৃষ্টি হবে। ভবিষ্যতে বাণিজ্যিক ভাবে কমলার উৎপাদন বাড়বে।যা বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা র্অজন করা সম্ভব।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে: শেখ হাসিনা
র্শাশা উপজেলা কৃষি র্কমর্কতা প্রতাপ মন্ডল বলেন,কৃষি বিভাগ থেকে তাকে সার্বিক সহযোগিতা
করা হবে।চায়না কমলা চাষের জন্য চাষিদের উৎসাহিত করা হচ্ছে।তারা এগিয়ে এলে অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।
[…] র্শাশায় চায়না কমলা লেবু চাষে সফল ইউসু… […]